সুবিধাবঞ্চিত বস্তির শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই ও স্কুল ড্রেস উপহার দিয়েছে জামায়াতে ইসলামী বাংলদেশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর কদমতলী বস্তিতে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে এসব উপহার দেওয়া হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করতে হলে নতুন প্রজন্মকে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুরাই আগামী দিনে এই দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। তাই শত প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের সাধ্যমতো এই শিশুদের রাষ্ট্রের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার চেস্টা চালিয়ে যাচ্ছে।
তিনি ছোট্ট সোনামণিদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাইলে সবার আগে নিজেকে গড়ে তুলতে হবে। নিজেকে সফল ও যোগ্য করতে প্রথমে বিবেকের দরজাটা খুলে সবকিছুকে বুঝতে হবে। আলোকবর্তিকা হয়ে জাতির খেদমত করতে হবে।
তিনি আরও বলেন, এদেশের শিক্ষাব্যবস্থাকে নিয়ে ভয়ানক ষড়যন্ত্র চলছে। শিক্ষা কারিকুলামের নামে সরকার ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের উপরে একের পর এক অবাঞ্চিত বিষয়গুলো চাপিয়ে দিচ্ছে। সংযোজন বিয়োজনের নামে তারা আমাদের পুরো শিক্ষাব্যবস্থাকেই কলুষিত করে ফেলেছে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী সত্যিকার দেশপ্রেমিক সংগঠন হিসেবে সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। তিনি সেই সংগ্রামে ও দেশ গড়ার কাজে সকলকে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, শাহীন আহমদ খান, জামায়াত নেতা নোমান শিকদার, মোহাম্মদ আব্দুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
মন্তব্য করুন