বিএনপির ডাকে ‘একতরফা’ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মেহবুব মাসুম শান্ত, সহক্রীড়া সম্পাদক আমানউল্লাহ বিপুল, সহতথ্য ও গবেষণা সম্পাদক পার্থ দেব মণ্ডল, সহক্ষুদ্র ও কুটিরশিল্প সম্পাদক, মাজেদুল ইসলাম রুম্মন, সহমানবাধিকার সম্পাদক মাহবুব আলম আক্তার, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সদস্য মিজানুর রহমান সুমন, হেদায়েত হোসেন ভূইয়া।
আরও উপস্থিত ছিলন যুবদলের ফখরুল বিন খালেক, মহিন উদ্দিন বেগ সুজন, কাজী মঞ্জুর রহমান, অ্যাডভোকেট এমদাদুল হক ইমরান, দেওয়ান ঝন্টু, সাইফুল বাছির সোহেল।
মন্তব্য করুন