আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা।
সোমবার সকালে (১ জানুয়ারি) রাজধানীর রামপুরা এবং উত্তরায় পৃথকভাবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ১নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সহসভাপতি রফিকুল ইসলাম, এমজি মাসুম রাসেল, নাছির আহমেদ মোল্লা, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসেন, মো. জসিম উদ্দীন, সারোয়ার ভূঁইয়া রুবেল, সহসাধারণ সম্পাদক মাহবুব ফরাজী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল যোবায়ের বাবু, সহযোগাযোগ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন শাহাদাত, সদস্য আরএস নৈতিকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
নেতারা রামপুরা এবং উত্তরা কাঁচাবাজার এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা ৭ জানুয়ারির নির্বাচনে জনগণকে ভোট বর্জন করা এবং ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন