বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান বলেছেন, জনগণ ও বিরোধী রাজনৈতিক দলগুলোও এই প্রহসন ও পাতানো নির্বাচন বর্জন করেছে। জনগণ এবার আর ভোট কেন্দ্রে যাবে না। নির্বাচনের নামে এই তামাশার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আওয়ামী সরকারকে পদত্যাগ করতে হবে। এই অবৈধ সরকার ৭ জানুয়ারি যে নির্বাচনী খেলা ও প্রহসনের নাটক তৈরি করেছে, সচেতন নাগরিক হিসেবে সেই নির্বাচন বর্জন ও ভোট দান থেকে বিরত থেকে সরকারের ভোটাধিকার হরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য আমরা ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি। মূলত এই সরকার ক্ষমতাকে কুক্ষিগত রাখতে যেনতেনভাবে একটি নির্বাচন করতে চায়। আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অবিলম্বে এ ধরনের নির্বাচনী তামাশা বন্ধ করুন, একতরফা প্রহসনের নির্বাচন এ দেশের মানুষ আর মেনে নেবে না, এই পাতানো নির্বাচনকে জনগণ প্রতিহত করবে, ইনশাআল্লাহ।
প্রহসন নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে শুক্রবার (২৯ ডিসেম্বর) সবুজবাগ থানার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু নাবিল, মাওলানা আবু মাহি, জামায়াত নেতা ফায়জুর রহমান, মোহাম্মদ মাসুদ, মনিরুজ্জামান, ফায়জুর রহমান, ছাত্রনেতা হাসিব আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শামসুর রহমান বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা মহানগরীসহ দেশবাসীকে আগামী ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। সেইসাথে এই সরকারের পতন নিশ্চিত ও নির্দলীয় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার চলমান গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে খিলগাঁও, ডেমরা, মতিঝিল, কোনাপাড়া, মুগদা, কামরাঙ্গিরচর, পল্টন, যাত্রাবাড়ি, চকবাজার, সবুজবাগ, রমনা, ধানমন্ডি, কোতোয়ালি, মুগদা, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ, কদমতলী, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, ডেমরা, শাহজাহানপুরসহ রাজধানীর ৬৮টি সাংগঠনিক থানায় গণসংযোগ ও কয়েক লাখ কপি লিফলেট বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন