দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিল এবং আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে জামালপুরে মশাল মিছিল করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২২ নভেম্বর) রাতে শহরের বিএনপি অফিস স্টেশন বাজার থেকে আজাদ ডক্টর মোড় পর্যন্ত এই মশাল মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।
একদফা আন্দোলনের অংশ হিসেবে ষষ্ঠ দফায় বুধবার সকাল থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। আগামী শুক্রবার ভোট ৬টায় এই অবরোধ শেষ হবে।
মন্তব্য করুন