কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চান ড. কামাল

গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিল-২০২৩ পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে কথা বলেন ড. কামাল হোসেন। ছবি : কালবেলা
গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিল-২০২৩ পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে কথা বলেন ড. কামাল হোসেন। ছবি : কালবেলা

সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চান প্রবীণ রাজনীতিক ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, এ সময় সব দলকে নিয়ে জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা উচিত। বর্তমান রাজনৈতিক সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ করে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আয়োজনের পরামর্শও দিয়েছেন অন্যতম এই সংবিধান প্রণেতা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিল ২০২৩ পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন বলেন, আমি জাতীয় সংলাপের মধ্যদিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেটা হলে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। আমরা চাইছি, দেশের জাতীয় ঐক্যকে আরও সুসংহত করা, সবার সঙ্গে আলোচনা করে একটা ঐকমত্যে আসা এবং তারপর সবাইকে নিয়ে যেন নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করা উচিত। এই চেষ্টা আমরা করে যাব।

দেশের অবস্থা ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে এ অবস্থা থেকে দেশকে রক্ষা করা সম্ভব। ঐক্যের গুরুত্ব আমরা সবসময়ই দিয়ে থাকি। নীতি, আদর্শকে কেন্দ্র করে ঐক্য। সেই ঐক্যের ভিত্তিতে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে বাঁচাতে যা করা দরকার আমরা তা করে যাব।

বিদেশি হস্তক্ষেপে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদেরই চেষ্টা করে যেতে হবে। দেশের এই পরিস্থিতিতে আমাদের মধ্য থেকেই একটা পরিবর্তনের চেষ্টা করে যেতে হবে।

সংবাদ সম্মেলনে মফিজুল ইসলাম খান কামালকে সভাপতি এবং ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গণফোরামের ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি হিসেবে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের নবনির্বাচিত সভাপতি মফিজুল ইসলাম খান কামাল বলেন, জাতির বিবেক ড. কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে আমাদের সংগঠনের সঙ্গে দৈনন্দিন কার্যকলাপে উনি যুক্ত থাকতে পারছেন না। এই জন্যই আমরা উনাকে ইমেরিটাস সভাপতি হিসেবে রেখেছি, উনি সেটা গ্রহণ করেছেন। আমরা আশা করি, সবসময় উনার কাছ থেকে পরামর্শ পাব এবং আমাদের প্রয়োজনে অবশ্যই উনার কাছে যাব।

নির্বাচনে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচনে যাব কী যাব না, সেটা ভাবছি। পরিস্থিতি দেখছি, পরে আমরা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব যে, আমরা কী করব। তবে গণফোরাম নির্বাচন বিমুখ না, নির্বাচনমুখী রাজনৈতিক দল। যদি দেখি পরিস্থিতি সহায়ক তাহলে আমরা অবশ্যই নির্বাচনে যাব। আর তা না হলে আমরা যাব না, সেটা পরে জানাব আপনাদের সম্মেলন করে।

দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান বলেন, সমাবেশ, অবরোধ ও হরতাল; এগুলো দেশের মানুষের সাংবিধানিক অধিকার। এই অধিকারের ওপর যেভাবে দমন-পীড়ন হচ্ছে এটা আমরা সমর্থন করি না। তপশিল ঘোষণার এক সপ্তাহ আগে দেশের যে পরিস্থিতি তাতে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ আমরা দেখছি না। সাংবাদিকরাই যেখানে নিরাপদ না এখন সেখানে প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার 

‘হাসিনা সরকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে’ 

ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগে ভর্তির সুযোগ

চীন সফরের আগে রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক 

সর্ষের মধ্যে ভূত রেখে প্রধান উপদেষ্টা সফল হবেন না : সালাউদ্দিন আহমদ

‘জনগণকে জিম্মি করে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করে আ.লীগ’

আরও তিন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ইমরান

মাত্র ৪টি নতুন বই নিয়ে বইমেলায় অংশ নিচ্ছে জবি

হাসপাতালে ভর্তি কারাবন্দি ইঞ্জিনিয়ার মোশাররফ

ই-ক্লাবের নতুন সভাপতি অন্তু করিম, সম্পাদক জিসান

১০

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলেন দুই সংস্কার কমিশন

১১

আনিসুল হক আরও ৩ দিনের রিমান্ডে 

১২

কেমন রাজনৈতিক দল চায় জনগণ, জানতে চেয়েছেন হাসনাত 

১৩

গোপালগঞ্জে কবরস্থান থেকে ৩টি কঙ্কাল চুরি

১৪

শান্তি ও কল্যাণ কামনায় শেষ হলো ইজতেমার দ্বিতীয় ধাপ

১৫

‘হাসিনার দাম্ভিকতাই তার পতনের কারণ’

১৬

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু

১৭

বিলুপ্তির পথে কৃষি কর্মকর্তাদের কোয়ার্টার

১৮

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

১৯

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখায় শতভাগ স্কলারশিপের সুযোগ

২০
X