শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১০:২০ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণা প্রতিহত করবে জামায়াত

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অবরোধ। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অবরোধ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইন বলেছেন, সরকার জনমতকে তোয়াক্কা না করে নির্বাচনের তপশিল ঘোষণা করতে চায়। বিরোধী দলকে জেলে রেখে নির্যাতন করে নির্বাচনের তপশিল ঘোষণা একদলীয় সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্রমাত্র। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই গণবিরোধী ষড়যন্ত্রমূলক তপশিল প্রতিহত করা হবে। তাই সময় থাকতে এখনই এ তপশিল বন্ধ করুন। অন্যথায় নির্বাচন কমিশন ও সরকারকে এ জন্য চরম মূল্য দিতে হবে।

তিনি সোমবার (১৩ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচিতে এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরার সদস্য শাহজাহান খান, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা বাইজিদ হাসান, জামায়াত নেতা মাহফুজুর রহমান ও ছাত্রনেতা দেলোয়ার হোসেন প্রমুখ।

তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই তারা তড়িঘড়ি করে নির্বাচনের তপশিল ঘোষণা করতে ব্যস্ত হয়ে পড়েছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন কর্মসূচি চলছে চলবে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন বন্ধ হবে না। জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতন করে আমাদের স্তব্ধ করা যাবে না।

কামাল হোসাইন বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার জনমতকে তোয়াক্কা না করে দেশে একনায়কতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চায়। মুখে গণতন্ত্রের কথা বললেও বিরোধী রাজনৈতিক দল ও মতকে দমন করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা ধরে রাখতে চায়। তারা জনগণকে এতটাই ভয় পায় যে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সাহস পায় না। তারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় থাকার জন্য অন্যায়ভাবে বাতিল করেছে। বিচার বিভাগকে সম্পূর্ণ ধ্বংস করে দলীয়ভাবে ব্যবহার করছে। পুলিশ প্রশাসনকে নগ্নভাবে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। মানুষ আজ তার ঘরেও নিরাপদ নয়। রাতে ঘুমন্ত মানুষকে ধরে নিয়ে যাচ্ছে দলীয় পুলিশ। রাস্তাঘাট, বাড়িঘর কোথাও আজ মানুষের নিরাপত্তা নেই। সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই ফ্যাসিবাদী সরকার। এ অবস্থা থেকে উত্তরণের জন্য একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ে আমাদের এই অবরোধ চলছে এবং চলবে।

এ ছাড়াও আজ চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার দ্বিতীয় দিনেও রাজধানীর মতিঝিল, খিলগাঁও, শ্যামপুর, হাজারীবাগ ও সদরঘাট এলাকায় মিছিল ও পিকেটিং করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

ডিটেনশন আইনে কারাগারে মডেল মেঘনা আলম

মানিকগঞ্জে ‘সিঙ্গেল ইউজড প্লাস্টিক ও শব্দদূষণ’ বিষয়ক কর্মশালা

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ দেশের অর্থনীতিতে মাইলফলক : জামায়াত

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন

মডেল মেঘনা আলমকে ‘দরজা ভেঙে’ কারা নিয়ে গেল

বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্য, প্রযুক্তি ও পানিসম্পদ খাতে ৫ সমঝোতা স্মারক সই

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা, ১১ আসামির জামিন খারিজ

ফেনীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চুরির পর ইমামের মোবাইল ফিরিয়ে দিল চোর

১০

ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে খুলনায় বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

১১

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাচ্ছে

১২

সাঁতার-অ্যাথলেটিকসে বিদেশি কোচের প্রত্যাশা

১৩

সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন মামলায় আসামি ১৮০০

১৪

‘উন্নয়ন কাজে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না’

১৫

কৃষক দল মাগুরা জেলা শাখার সভাপতি হলেন রুবাইয়াত

১৬

সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আত্মসমর্পণের নির্দেশ

১৭

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৮৭৮ এসএসসি পরীক্ষার্থী

১৮

‘কাবাডি টেস্ট’ যুগে প্রবেশ করছে নারী দল

১৯

সাবেক এমপি খোকনসহ ২০০ জনের নামে মামলা

২০
X