কক্সবাজার ঈদগাঁ উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৩০ অক্টোবর) ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে হুমায়ুন কবীর চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিবৃতিতে বলা হয়, হুমায়ুন কবীর চৌধুরী হিমুর আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণাগ্রাহীদের প্রতি জানাচ্ছি গভীর সমাবেদনা।
হুমায়ুন কবীর চৌধুরী হিমুর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মন্তব্য করুন