সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৬ অক্টোবর রাজধানীতে যুবসমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ বিষয়টি অবহিত করে এবং মাইক ব্যবহার করে সমাবেশ কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে গত ৮ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে যুবদল।
যুবসমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে যুবদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ওই চিঠিতে পুলিশকে জানানো হয়েছে।
মন্তব্য করুন