জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এই সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি। জনগণ ইতোমধ্যে আমাদের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত হয়েছে। সুতরাং সরকারের পরিবর্তন এখন শুধু সময়ের ব্যাপার।
আজ রোববার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকায় আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠেয় যুব কনভেশন সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সভাপতি বলেন, ফ্যাসিস্ট সরকার জনগণের ওপর চেপে বসেছে। এদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, আন্দোলন করছি। এই আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে। এই সরকারের পতনের আর বেশি দেরি নেই। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে আরেকটু এগিয়ে যেতে হবে। এখন ডাক আসবে। সেই ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাব আমরা। এই হোক আমাদের অঙ্গীকার।
সরকারের পদত্যাগ দাবিতে চলমান একদফা আন্দোলন সফল করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে জানান সংগঠনটির এই সভাপতি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বেগম খালেদা জিয়াকে সাজানো মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। তিনি এখন গুরুতর অসুস্থ। কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল, জাকির হোসেন নান্নু, মাহবুবুল হাসান পিংকু, গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আজিজুর রহমান আকন্দ, সহসাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, শাহ নাসিরুদ্দীন রুমন, মো. দুলাল হোসেন, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, শিল্প সম্পাদক কারীমুল হাই নাঈম প্রমুখ।
মন্তব্য করুন