‘আমরা নুরুল হক নুরকে বিশ্বাস করেছিলাম। তাকে ভিপি বানিয়েছি। দলের দায়িত্ব দিয়েছি। কিন্তু সেই আমাদের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’ গণঅধিকার পরিষদের নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসান আল মামুন কালবেলাকে এই তথ্য জানান।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন আমার নেতৃত্বে পরিচালিত হয়েছে। দীর্ঘ সংগ্রাম শেষে সেই লড়াইয়ে বদলে গেছে কোটার চিত্র। এরপর নুরুল হক নুরকে ডাকসুর ভিপি বানানো হয়। আমাদের নেতাকর্মীরা অমানবিক পরিশ্রম করেছেন। কিন্তু নুর কথা রাখেননি।
হাসান আল মামুন বলেন, ইসরায়েলি এজেন্টের সঙ্গে নুর বৈঠক করেছে। সে এখন সেটা স্বীকার করেছে। অথচ শুরুতে এটা নিয়ে আমরা অন্য দলগুলোর সঙ্গে তর্ক করেছি। আমাদের তখন বলা হয়েছিল, এমন কোনো বৈঠক হয়নি। অথচ এখন বৈঠকের কথা বলছেন। এভাবে দ্বিমুখী চরিত্রের মানুষ নেতৃত্বে থাকতে পারে না। তার বিরুদ্ধে অনেক আর্থিক কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। এসব কাজ করে নুর দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, রেজা কিবরিয়ার বিরুদ্ধেও নানা অভিযোগ এনেছেন অনেকে। আমরা চাই এসবের তদন্ত হোক। তদন্ত করা হবে। এরপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন