শফিকুল ইসলাম
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১১ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা সফরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নিউইয়র্কের ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তরের সামনে সেকেন্ড এভিনিউতে তারা বিক্ষোভ করেন। পাশাপাশি ওই দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও একই সময়ে পাশের সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, নির্বাহী কমিটির মিজানুর রহমান রহমান ভুঁইয়া মিল্টন, আব্দুল লতিফ সম্রাট, ফয়সাল চৌধুরী।

বিক্ষোভ সমাবেশে ফ্লোরিডা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এমরানুল হক চাকলাদার এবং ফ্লোরিডা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

ফ্লোরিডা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রফিকুল হক (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), শহিদ খান ফিরোজ সিনিয়র যুগ্ম সম্পাদক), মো. মহসিন (সাংগঠনিক সম্পাদক), সদস্যদের মধ্যে মতিয়ার রহমান, আহসান হাবিব হিমেল, আলমগীর কবির, কামরুল ইসলাম, আব্দুস সালাম, মো. শামিম, মোহাম্মদ আলী, মো. বাবর, আব্দুর রশিদ খান হারুন (সাবেক সভাপতি ফ্লোরিডা বিএনপি, মো. দিনাজ খান (প্রতিষ্ঠাতা সভাপতি ফ্লোরিডা বিএনপি) প্রমুখ।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেন, আমাদের একমাত্র দাবি অবিলম্বে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, আমাদের একমাত্র দাবি অবিলম্বে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে। সেই সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

ফ্লোরিডা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমরানুল হক চাকলাদার বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। তারা আবারও গায়ের জোরে ক্ষমতায় থাকতে নীল নকশা করে যাচ্ছে। কিন্তু এবার তাদের শেষ রক্ষা হবে না। এসময় তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকাসক্ত ছেলেকে কারাগারে দিলেন মা

কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : পরিবেশ উপদেষ্টা

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ

সাভারের তরুণীর টানে ঢাকায় কোরিয়ান যুবক

‘আ.লীগের মতো চোর পৃথিবীতে আর নেই’

‘উড়ন্ত চক্ষু হাসপাতালের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ’

সেন্টমার্টিন নিয়ে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেষ্টা

যুবলীগ নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

টেনিসে বাংলাদেশের আরেকটি জয়

ইসরায়েলের মৃত্যু দেখছে ইরান

১০

‘বাংলাদেশের সব জায়গায় নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে’

১১

শিরোপা দিয়ে কিংসের মৌসুম শুরু

১২

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে ইতালি

১৩

জামায়াত রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় না : সেলিম উদ্দিন

১৪

২৩ রানের জন্য ফেরারি মিস আর্যবীরের

১৫

বড় যুদ্ধ বাধলে যেসব দেশকে পাশে পাবে রাশিয়া

১৬

মেসির কণ্ঠে বার্সেলোনার প্রশংসা

১৭

‘জনগণের বিরুদ্ধে গেলে সরকারকে এক সেকেন্ডও দেওয়া হবে না’

১৮

আইসিসির চুক্তিতে সই করা ১২৪ দেশে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু

১৯

বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণ উদগ্রীব : আমান

২০
X