জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সাংগঠনিক টিম অনুমোদন করা হয়েছে। এতে বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক করা হয়েছে ফয়সাল মাহমুদ শান্তকে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার কমিটি প্রস্তাবনার নিমিত্তে টিম গঠন করা হলো।
এতে ফয়সাল মাহমুদ শান্তকে বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়কের পাশাপাশি সংগঠক করা হয়েছে আবদুল্ল্যাহ আল মামুন ফয়সাল ও মাওলানা সানাউল্লাহ খান। বরিশাল অঞ্চলের ছয় জেলায় ১২ জনকে সদস্য করা হয়েছে।
উক্ত টিমকে উল্লেখিত অঞ্চলের কেন্দ্রীয় কমিটির নিম্নোক্ত সদস্যদের সাথে সমন্বয় করে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি প্রস্তাবনার নির্দেশনা প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে।
মন্তব্য করুন