জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন দেন। ওইদিন রাতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি এম তমাল আহমেদকে আহ্বায়ক ও আনসারুল হক রানাকে সদস্য সচিব করে যশোর জেলা যুবদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, যশোর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদনের পর এবার জেলার অধীনস্ত উপজেলা, থানা ও পৌর শাখা পুনর্গঠনের কার্যক্রম শুরু হবে।
মন্তব্য করুন