বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের মা সাবেক মহিলা সংসদ সদস্য সালেহা খানমের মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলের মা সাবেক মহিলা সংসদ সদস্য সালেহা খানম গত রাতে (বৃহস্পতিবার) ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সালেহা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সালেহা খানমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। একজন আদর্শস্থানীয় মাতা হিসেবে তিনি মেধা ও শ্রম দিয়ে তার সব সন্তানকে সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। ধর্মপ্রাণ নারী হিসেবেও তিনি সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী মরহুমা সালেহা খানম এলাকার জনগণের নিকট ছিলেন সমাদৃত। জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণমূলক কাজে অবদান রাখার জন্য এলাকাবাসী তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে। পরিবারের হাল ধরার পাশাপাশি তিনি রাজনীতি ও সমাজসেবার নানা কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। অসহায় মানুষকে সাহায্য করতেও তিনি ছিলেন উদারহস্ত। মাতা হিসেবে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন সেটি তার সন্তানদের চিরদিন অনুপ্রাণিত করবে।
শোকবার্তায় আরও বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি মরহুমার শোকাহত পরিবারবর্গ যেন এই মৃত্যুশোক সইবার ক্ষমতা লাভ করেন। আমি মরহুমা সালেহা খানমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
এদিকে সালেহা খানমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
মন্তব্য করুন