অন্যায় প্রতিহতের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াত আয়োজিত রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিআইবি) মিলনায়তনে হজ্জ গাইডলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, অন্যায় প্রতিহতের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামীর অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবেই। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির মতো জঘন্য অন্যায় প্রতিহত করে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামী কাজ করছে।
হজ্জের ময়দানে আল্লাহর রাজত্বে কাউকে শরিক না করার ঘোষণাদানকারী জমিনে মানুষের তৈরি আইন মেনে নিতে পারে না উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, হজ্জ পালনের মাধ্যমে নিজের অতিতের ভুলত্রুটি থেকে বেরিয়ে এসে নিজেকে পরিশুদ্ধতায় গড়ে তুলতে হয়। কেউ হজ্জ পালন করার পর আল্লাহর জমিনে আল্লাহর আইন ব্যতিত অন্য কোনো আইন মেনে নিতে পারে না। মানুষের তৈরি আইন অনুসরণ করা কিংবা মানুষকে নেতা হিসেবে মেনে তার আদর্শ অনুসরণ করা এবং বাস্তবরূপ দেওয়ার চেষ্টা করার অর্থ হচ্ছে আল্লাহর সাথে অন্যকে শরিক করা। যারা মানুষের তৈরি মতবাদে বিশ্বাস করবে এবং অনুসরণ করবে তারা শিরকে লিপ্ত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানী।
কর্মশালায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা ইজ্জত উল্লাহ, মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, সহকারী সেক্রেটারী মুহাম্মদ দেলাওয়ার হোসেন, অধ্যাপক ড. আব্দুল মান্নান, হজ্জ যাত্রী মাওলানা জামাল উদ্দিন, ড. মাকসুদুর রহমান। হজ্জ যাত্রীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন ঢাকা মহানগরী দক্ষিণের মেডিকেল বিভাগের সভাপতি ডা. আতিউর রহমান।
সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল, হজ্জ ব্যবস্থাপনা কিছুটা সহজ ও খরচ কমানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আন্তরিকতা থাকলে হজ্জ যাত্রীর বিমান ভাড়াসহ সার্বিক খরচ আরও কমানো যায়। আগামীতে হজ্জ যাত্রীদের জন্য নিরাপদ আবাসন, স্বাস্থ্য সেবা ও সুনিবিড় তত্ত্বাবধানের সার্বিক ব্যবস্থাপনা সহজ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি হজ্জ পালনের মাধ্যমে পাপ মুক্ত হয়ে পরবর্তী জীবন আল্লাহর পূর্ণাঙ্গ আইনে পরিচালিত করতে হজ্জ যাত্রীদের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন