আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে যুগপতের শরিক গণফোরাম ও এনডিএমের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আলাদাভাবে এই দুই দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
পরে আমির খসরু সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছি আমাদের শরিক ও মিত্র দলগুলোর সঙ্গে। সবার একটাই কথা, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির সরকার হওয়া জরুরি।
তিনি বলেন, ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। এখন তো খুব সহজেই যে বিষয়গুলো একমত হয়েছে, সেটা কমিশনের জনসমক্ষে তুলে ধরা দরকার। কেন সেটা করা হচ্ছে না, এখন এটাই হচ্ছে প্রশ্ন সবার। এর ফলে মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে নির্বাচন ও সংস্কার নিয়ে।
বৈঠকে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করেন।
গত ১৯ এপ্রিল থেকে বিএনপি তার শরিক জোট ও মিত্রদের সঙ্গে পরবর্তী করণীয় ঠিক করতে আলোচনা শুরু করে। এখন পর্যন্ত বিএনপি ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, সিপিবি, বাসদ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষ করেছে।
মন্তব্য করুন