সারাদেশে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবকে শক্তিশালী ও জনকল্যাণকর করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় চিকিৎসকদের মধ্যে অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকার, অধ্যাপক ডা. সরিফুল ইসলাম মন্ডল, ডা. তোজাম্মেল হক বকুল, ডা. জিয়াঊল হক, ডা. আবু মো: আহসান ফিরোজ, ডা. আশরাফুল ইসলাম, ডা. মিজানুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সবাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
মন্তব্য করুন