বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতের মহাসমাবেশ সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাভারের মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা। ছবি : কালবেলা
সাভারের মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা। ছবি : কালবেলা

আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ওয়ায়েজিনের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সাভারের মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হেফাজতের যুগ্ম মহাসচিব ও রাবেতাতুল ওয়ায়েজিনের উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব। সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, অর্থ সম্পাদক মুফতি মুনির হুসাইন কাসেমী, সহকারী মহাসচিব হাসান জামিল, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, আলী আকবর কাসেমী ও আব্দুল মালেক।

প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ আল হাবিব বলেন, গত শনিবার (১৯ এপ্রিল) নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাব পেশ করেছে, তা ইসলাম ও কুরআনের সুস্পষ্ট বিরোধিতা করে। এতে ইসলামবিরোধী ধারাগুলো অন্তর্ভুক্ত থাকায় দেশব্যাপী তীব্র সমালোচনার ঝড় উঠেছে। আমরা এই সুপারিশগুলো শুধু বাতিল নয়, সংশ্লিষ্ট কমিশনকেও বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী ওয়ায়েজিনে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম এবং সম্মানিত ওলামায়ে কেরামদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই আন্দোলন কেবল একটি ইস্যু নয়- এটি ঈমান, শরিয়াহ ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণের সংগ্রাম।

হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশ সফল করতে চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জেলা, মহানগর, থানা ও স্থানীয় পর্যায়ে গণসংযোগ, শুক্রবার সারা দেশে বাদ জুমা বিক্ষোভ, ২৫ এপ্রিল ও ২ মে দেশের প্রতিটি মসজিদের মিম্বর থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআনবিরোধী প্রস্তাবের অসারতা তুলে ধরার আহ্বান এবং সব পর্যায়ের আলেম ও ধর্মপ্রাণ জনতাকে ৩ মের মহাসমাবেশে উপস্থিত হয়ে ইসলামি মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে কণ্ঠ মিলানোর আহ্বান।

জুনায়েদ আল হাবিব বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপরাধ আলেম-ওলামা ও তৌহিদি জনতার রক্তের বিচার- এটি শুধু হেফাজতের দাবি নয়, এটি গোটা জাতির অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার পূর্বশর্ত। ইনশাআল্লাহ, আমরা ৩ মের মহাসমাবেশে সেই দাবি আদায়ের লক্ষ্যে মিলিত হব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলিক সিটির বিরুদ্ধে ৮ হাজার বিঘা জমি ‘দখলচেষ্টার’ অভিযোগ

সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের

উত্থাপিত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন : এমজিআই

অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত কুয়েটের ৪ শিক্ষার্থী

সমমনা দলগুলোর সঙ্গে ইসলামী আন্দোলনের রাজনৈতিক সংলাপ বুধবার

পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ : অধ্যাপক ইউনূস

শাহবাগে অবরোধ, রাজুতে অনশন

ভোলায় পাওনা টাকা নিয়ে মারধরে ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নসরুল কাদির

১০

​পিএসএলে তৃতীয় ম্যাচেও স্বরূপে রিশাদ

১১

চট্টগ্রামে নালায় পড়ে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

১২

বাংলাদেশে হাজার কোটির রেল প্রকল্প কেন স্থগিত করল ভারত

১৩

ট্রান্সশিপমেন্ট ইস্যুতে নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা

১৪

কী এমন পণ্য যাতে ৩ হাজার শতাংশ শুল্ক বসাতে চায় যুক্তরাষ্ট্র

১৫

এবার চট্টগ্রাম পলিটেকনিকের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

১৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হাত মেলাচ্ছে চীন-ইরান!

১৭

একদিনের মাথায় আবারো রেকর্ড সোনার দামে, কত বাড়ল 

১৮

কুমিল্লায় শিবির সভাপতি হত্যায় পুলিশসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

১৯

এলএনজি সরবরাহে অব্যাহত রাখার প্রতিশ্রুতি কাতারের

২০
X