বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি থানার উদ্যোগে স্থানীয়দের প্রাইমারি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ফ্রি হেলথ স্ক্রিনিং’ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ফ্রি স্ক্রিনিং প্রোগ্রামের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোনের পরিচালক অধ্যাপক নূরনবী চৌধুরী মানিক।
ধানমন্ডি থানা আমির ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি ও মহানগরী মজলিসে শূরা সদস্য মুস্তাফিজুর রহমান, মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা কর্মপরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম শাহীন এবং আ ন ম তাজুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য খন্দকার মিজানুর রহমান, দেওয়ান মাইন উদ্দিন সোহেল, আনিসুজ্জামান, মাওলানা আব্দুল গাফফার, ইমদাদুল ইসলাম প্রমুখ।
হেলথ স্ক্রিনিং প্রোগ্রামের প্রথম দিনে ১৫০ মহিলাসহ ৪ শতাধিক লোক প্রাইমারি স্বাস্থ্যসেবা এবং বিশেষজ্ঞ কনসালটেন্টের মাধ্যমে পরামর্শ গ্রহণ করে। প্রতিদিন সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত স্থানীয়দের হেলথ স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় সেবা প্রদান করা হবে।
ফ্রি হেলথ স্ক্রিনিং প্রোগ্রামের সমাপনী দিনে আগামী বৃহস্পতিবার বিকাল ৫টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
মন্তব্য করুন