নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এই অন্তর্বর্তী সরকারকে তো আমরা সমর্থন দিয়ে বসিয়েছি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম এ কথা বলেন।
বৈঠকে নির্বাচনের বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে- এমন প্রশ্নে নজরুল ইসলাম বলেন, সবেমাত্র আমাদের একটি জোটের সঙ্গে আলোচনা হয়েছে। বাকি জোট ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের জন্য আন্দোলন করার প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ, আমরাই তো এই সরকারকে সমর্থন দিয়েছি।
তিনি বলেন, আমরা বহু বছর ধরে জোটবদ্ধভাবে কখনো যুগপৎভাবে কাজ করেছি, করছি। ফলে আমরা অনেক ঘনিষ্ঠ। কয়েক দিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা বৈঠক করেছি। আমাদের সহযোগী হিসেবে তাদের (১২ দলীয় জোট) ওই বৈঠকের বিষয়ে জানিয়েছি। আগামীতে আমাদের করণীয় কী, তা ঠিক করতে আজকের এই বৈঠক।
তিনি আরও বলেন, আমরা মূলত সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছি। নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন, তা ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে বলে আমরা মনে করি। আমরা বলেছি, ফ্যাসিবাদের সঙ্গে যারা যারা জড়িত, তাদের বিচার করতে হবে। এছাড়া যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিচার সম্পূর্ণ করার কথাও বলেছি।
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টা আগে যে কথা বলেছেন, বিএনপির সঙ্গে বৈঠকেও একই কথা বলেছেন। তিনি আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলেছেন। তিনি যে তার বক্তব্যের মধ্যে অটুট রয়েছেন, এজন্য তাকে স্বাগত জানাই। কিন্তু আমাদের দাবি হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করা। আমাদের বিশ্বাস, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, ১২ দলীয় জোটের পক্ষ থেকে বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তার আগে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানাচ্ছি। বিগত সরকারের অন্যায়-অবিচারের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোসর রয়েছে, তাদের সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে মর্যাদার মাধ্যমে এক জায়গায় নিয়ে আসতে হবে।
মন্তব্য করুন