কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১০:১২ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এই সরকারের সব দরজা বন্ধ : রেজা কিবরিয়া

শুক্রবার কালো পতাকা গণমিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন রেজা কিবরিয়া। ছবি : কালবেলা
শুক্রবার কালো পতাকা গণমিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন রেজা কিবরিয়া। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার। তাদের চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। কোথাও পালানোর পথ নেই, কারণ গণতান্ত্রিক বিশ্বে তাদের কোনো বন্ধু নেই। সব দরজা বন্ধ।

তিনি আরও বলেন, রাশিয়া, চীন ও ভারত এই সরকারের অবৈধ কার্যক্রমকে প্রকাশ্যে-গোপনে সমর্থন দিচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এসব দেশের ভিনদেশি আধিপত্য-আগ্রাসন এ দেশের মানুষ মেনে নেবে না। শেখ হাসিনাকে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে।

আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেজা কিবরিয়া। সরকারের পদত্যাগের একদফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। রেজা কিবরিয়া বলেন, এ সরকারের গণতান্ত্রিক বিশ্বে কোনো বন্ধু না থাকলেও তারা চীন, রাশিয়া ও ভারতের মতো কিছু রাষ্ট্রের সমর্থন পাচ্ছে। এসব দেশ বিগত ১৫ বছর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতিতে বামপন্থি আগ্রাসন চালিয়েছে। যার প্রমাণ গণতান্ত্রিক বিশ্বের কাছে আছে। আমরা ওইসব রাষ্ট্রগুলোকে বলতে চাই- আমরা বেঁচে থাকতে এ দেশে ভিনদেশি আধিপত্য-আগ্রাসন মেনে নিব না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার, মানবাধিকার ও সুশাসনের জন্য প্রাণপণ লড়াই-সংগ্রাম করব।

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যেও ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় দেশের বাজারে দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়ে গেছে। নিম্ন আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা পরিবর্তন চায়।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সময় শেষ। দেশের মানুষ আপনাদের অপশাসন আর মেনে নেবে না। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, সাবেক জজ শামসুল আলম খান চৌধুরী, অধ্যাপক মাহবুব হোসেন, ব্যারিস্টার জিসান মহসীন, মুফতি সুহাইবি; যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ খান, তারেক রহমান, সাকিব হোসেন, সামসুদ্দিন, সহকারী আহ্বায়ক অ্যাডভোকেট শিরিন আকতারসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে দখলমুক্ত ফুটপাত, ব্যবসায়ীদের জরিমানা

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই

ছিলেন জন্মগত বয়রা, গ্রেনেড হামলার ভুক্তভোগী সেজে ‘আওয়ামী গডফাদার’

গাজার যোদ্ধাদের প্রধান নিহত, যা বলছে পশ্চিমা বিশ্ব

ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ যুবদলকর্মীর বিরুদ্ধে

মন খারাপ হলেই বিল্লাল দখলে নিতেন অন্যের সম্পদ

কে এই ইয়াহিয়া সিনওয়ার

খাতা না দেখেই মনগড়া রেজাল্ট দিয়েছে, অভিযোগ শিক্ষার্থীদের

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

চিলমারীতে নদীতে ৫০০ হেক্টর জমি, নিঃস্ব ৩০০ পরিবার

১০

বায়তুল মোকাররম মসজিদে নতুন খতিব নিযুক্ত 

১১

১৮ অক্টোবর : ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১২

১৮ অক্টোবর : নামাজের সময়সূচি

১৩

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৪

বেরোবিতে ছিনতাইকারী গ্রেপ্তার

১৫

ধর্মপাশায় কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

‘পারকি সৈকতকে আকর্ষণীয় করতে মাস্টারপ্লান নেওয়া হবে’

১৭

বগুড়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩  

১৮

দেবিদ্বারে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৯

কুলাউড়া ছাত্রলীগ সভাপতি তায়েফ কারাগারে

২০
X