যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এ বৈঠক শুরু হয়েছে।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে ভাবনা সম্পর্কে আলোচনা হবে। বৈঠকে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ছাড়াও তার সফরসঙ্গী মাইকেল অ্যান্দ্রেস কামেরাস, মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং যুক্তরাষ্ট্রের ডেপুটি রাষ্ট্রদূতমিগান বোলদিন অংশ নিয়েছেন।
অন্যদিকে জামায়াতের প্রতিনিধিদলে রয়েছেন দলটির আমির ডা. মো. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান চৌধুরী।
মন্তব্য করুন