গণঅধিকার পরিষদের (জিওপি) উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি নিজেই কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যক্তিগত কারণে তিনি এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে পদত্যাগপত্রটি ফাতিমা তাসনিম নিজেই তার ফেসবুকে পোস্ট করেন। গত ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর পাঠান।
পদত্যাগপত্রে ফাতিমা তাসনিম উল্লেখ করেন, ‘আমি ফাতিমা তাসনিম ব্যক্তিগত কারণে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করছি।’
জানা গেছে, শিগগিরই নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে যাচ্ছেন ফাতিমা তাসনিম। আগামী ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। নতুন দলের আহ্বায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ রফিকুল আমিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন ফাতিমা তাসনিম।
মন্তব্য করুন