বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আলোচনা-ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের বিষয়টি নিশ্চয়ই সমাধান হবে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের বিষয়টি নিশ্চয়ই সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সস্ত্রীক সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরেন বিএনপির মহাসচিব। সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে।

এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিণী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি।

এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৫ বছর পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি এ দেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। সকালে রাজধানীর পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুভ নববর্ষ উপলক্ষে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সতীর্থ স্বজন।

তিনি বলেন, এমনকি এই পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো। এমনকি দাড়ি-টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হতো, দাড়ি-টুপি পরা সব মানুষ কি খারাপ? না।

জুলাই ছাত্রদলের কথা স্মরণ করে রিজভী বলেন, তুমুল আন্দোলন চলছে, আমি কারাগারে। সেখান থেকে শুনছি, তারুণ্যের উদ্দীপনা, তেজ। পুলিশ বলছে, ‘গুলি করি একটা পড়ে যায়, আবার সেখানে এসে আরেকজন দাঁড়ায়’। এই উদ্দীপনা দিয়েছে জাতীয় কবি নজরুল ইসলামের গান, লেখা, অনেক কবির লেখনীর মাধ্যমে। যার জন্য আমাদের ১৬ বছরের লড়াই, সেটি আমরা নিশ্চিত করি। সেই গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোনো টালবাহানা করা যাবে না। এই শুভ নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেওয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকারসহ সব অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল।

সংস্কার প্রসঙ্গে রিজভী বলেন, ভোটাধিকারকে কেন সংস্কারের সঙ্গে এক করে দেখা হচ্ছে, গণতন্ত্র মানেই সংস্কার। গণতন্ত্র হচ্ছে প্রবাহমান খরস্রোত নদীর মতো। এখানে কর্তৃত্ববাদের কোনো জায়গা নেই, আর যেখানে কর্তৃত্ববাদের জায়গা নেই সেখানেই গণতন্ত্র বয়ে যায়। সংস্কার হচ্ছে বয়ে যাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

ঢাবিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ নারী দল

‘লন্ডনে তারেক রহমানের বাসায় গেলেন জামায়াত আমির’

‘১৫ বছর দেশের মানুষ কোনো উৎসব পালন করতে পারেনি’

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাল এনসিপি

চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মতবিনিময়

আগামী অর্থবছরের বাজেট কত হবে, বৈঠকে নির্ধারণ

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

১০

পঞ্চম শিরোপার লক্ষ্য বাংলাদেশের

১১

ঠাকুরগাঁওয়ে চীনা হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৫ দফা কর্মসূচি

১২

বই দেখে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

১৩

স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

১৪

ফোন না ধরার অভিযোগের বক্তব্য নিতে ফোন করলেও ধরেননি ঢাবি ভিসি

১৫

চীনের যে নির্মাণ তাক লাগাচ্ছে বিশ্বের

১৬

ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারসমৃদ্ধ স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে ওয়ালটন

১৮

সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

১৯

চাঁদা দাবি করে বিএনপিপন্থি চিকিৎসককে ছাত্রদল নেতার মারধরের অভিযোগ

২০
X