কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আমিনুল হকের বৈশাখী শোভাযাত্রা

বৈশাখী শোভাযাত্রায় আমিনুল হক। ছবি : কালবেলা
বৈশাখী শোভাযাত্রায় আমিনুল হক। ছবি : কালবেলা

রাজধানীর পল্লবী ও রূপনগরে সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

পৃথকভাবে অনুষ্ঠিতব্য শোভাযাত্রা দুটি পল্লবী রূপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণ করা সাধারণ মানুষের মাঝে আনন্দঘন অবস্থা বিরাজ করছিল। তারা বলছেন- দীর্ঘ ১৭ বছর পরে নববর্ষ উদযাপনে এরকম আনন্দ তারা আর কখনোই পাননি।

শোভাযাত্রায় এক সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সাধারণ মানুষের মাঝে নববর্ষের আনন্দ বৈশাখী শোভাযাত্রায় বহিঃপ্রকাশ পেয়েছে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই প্রথম বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ মানুষ সুন্দরভাবে উদযাপন করছে।

বিশেষ করে তৃণমূল থেকে সব পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করতে পারছে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে বসবাসরত বাংলা ভাষাভাষী সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো হানাহানি, বিশৃঙ্খলা এবং কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমরা দল-মত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

পহেলা বৈশাখের প্রত্যয় ব্যক্ত করে আমিনুল হক বলেন, আমাদের সবার ভেতরে একটি ভ্রাতৃত্ববোধ ও একটি আন্তরিকতাবোধ সম্পর্ক রেখে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

এ সময় তিনি আরও বলেন, আমরা একজন বাংলাদেশি হিসেবে আমাদের দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এই উপলব্ধিটুকু চিন্তা করেই আগামীর বাংলাদেশ গড়তে চাই।

বৈশাখী এ শোভাযাত্রায় অংশ নেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব অ্যাড. রুনা লায়লা, যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হক, বিএনপি নেতা শাহ আলম মোল্লা, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান হাবিব, অলিউল হাসানাত তুহিন, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, মোতালেব হোসেন রতন, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, রূপনগর থানা ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, যুগ্ম সম্পাদক মো. সেলিম, সহসভাপতি ফুতুন মিয়া, পল্লবীর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল, যুবদল রূপনগর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম হোসেন প্রমুখ।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতারা।

এর আগে সকালে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের আয়োজনে বাংলা নববর্ষের এক অনুষ্ঠানে আমিনুল হক প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জিনাত ফারহানা। স্কুল গভর্নিং বডির সভাপতি মোকছেদুর রহমান আবির বিশেষ অতিথির বক্তব্য দেন। এরপর তিনি মিরপুরের সাংবাদিক প্লটে দুর্ঘটনায় আহত প্যারাডাইস স্কুলের ছাত্র রাফিনকে হুইল চেয়ার ও নগদ অর্থ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ সড়ক আন্দোলনে যড়যন্ত্র / আমীর খসরুসহ ৫ জনকে খালাস

রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা

বগুড়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন জুঁই

বড়বোনকে না পেয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

আখাউড়ায় ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট যেন ‘ওপেন সিক্রেট’

অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ১

জামালপুরে ১১ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিস্কার

বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বর্ষবরণ উদ্‌যাপন করলেন বাংলাদেশিরা

তিন মন্ত্রণালয়কে উপদেষ্টার জরুরি নির্দেশনা

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১০

পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

১১

ঘুণপোকা ধরা রাজনীতির চেয়ার সংস্কার প্রয়োজন : ব্যারিস্টার ফুয়াদ

১২

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: আসিফ

১৩

তীব্র গরম থেকে কবে মিলবে মুক্তি, জানাল আবহাওয়া অফিস

১৪

কানাডায় উৎসব চলাকালীন গাড়িচাপায় বহু হতাহত

১৫

স্কুল ভবনের ছাদে বোমাসদৃশ বস্তু, কারণ খুঁজছে পুলিশ

১৬

বিকেলে জরুরি সভায় বসছে বিসিবি

১৭

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৮

বিশ্বে রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপন হচ্ছে বাংলা নববর্ষ 

১৯

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মিলার

২০
X