মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকার যে অনির্বাচিত তা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে : সালাহউদ্দিন আহমেদ

জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫’ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫’ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকার যে অনির্বাচিত তা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনগণ পাঁচ বছরের জন্য ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে চায়- অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন- এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ছিল? আপনারা তো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রতিশ্রুত, নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে; তখন বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় যে, জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায়। ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি, সেটা উনি দেখেননি?

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার একটি বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কালকে (শনিবার) ফরিদা আপা বললেন, উনারা নাকি নির্বাচিত হয়েছেন। কীভাবে? গণঅভ্যুত্থানের মাধ্যমে উনাদের নির্বাচিত করেছে জনগণ? তাহলে এ দেশে নির্বাচন কমিশন আছে কেন? যদি রাস্তার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই এ দেশের মানুষের কামনা। কিন্তু একটা নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত।

কবি-চিন্তক ফরহাদ মজহারের একটি বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দু-তিনদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন, নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। কেবল লুটেরাদের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। কী আর বলব! যে নির্বাচন, ভোটাধিকার, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এ দেশের হাজার মানুষ শহীদ হলেন, গণঅভ্যুত্থান হলো, ফ্যাসিবাদের পতন হলো-সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন। কাদেরকে আপনারা উৎসাহিত করছেন? কোন অগণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন? কাদের সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা প্রায়ই ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর-জুন-ডিসেম্বরে আসা-যাওয়া করছেন? এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন?

প্রধান উপদেষ্টার উদ্দেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, আপনি পৃথিবীবিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি। নির্বাচন নিয়ে আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে নেবে না। আমাদের সঙ্গে আপনারা বৈঠক করেছিলেন। কথা দিয়েছিলেন, ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের উদ্দেশে আপনাদের সব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে বসেছি, কথা বলেছি। তাদের নির্বাচনের সমস্ত প্রস্তুতি আগামী জুন মাসের ভেতরে সমাপ্ত হবে। তারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য উদগ্রীব।

অনুষ্ঠানে ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ নিয়েও কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, আমাদের অনেক রকমের অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা। যারা ওয়ান-ইলেভেন করেছেন, তারাও অনেক রকমের কথা বলে বাংলাদেশের শাসন ক্ষমতায় দুই বছর ছিলেন। সেই ওয়ান-ইলেভেনের মইনুদ্দীন-ফখরুদ্দীনের কথা আপনাদের মনে নেই? বিরাজনীতিকরণের জন্য যথেষ্ট চেষ্টা তারা করেননি? আমি বলতে চাই না- সে রকম কোনো পদক্ষেপ বর্তমানে দৃশ্যমান হচ্ছে, কিন্তু আমরা ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একদফার আন্দোলনের মধ্য দিয়ে এ দেশে গণতান্ত্রিক গণঅভ্যুত্থান, ছাত্র-জনতার অভ্যুত্থান সৃষ্টি করেছিল। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায়, তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয়। অর্থনৈতিক ও সামাজিক রীতিনীতি ও ব্যবস্থা পরিবর্তনের বিপ্লব হয়নি। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক গণঅভ্যুত্থান, ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। সে কারণে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে যত তাড়াতাড়ি সম্ভব এ দেশে ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চান।

তিনি বলেন, আমাদের সংবিধান যেটা রোগাক্রান্ত হয়েছে, সেই সংবিধানকে যথাযথ সংস্কারের মধ্যদিয়ে, অধিকতর সংস্কারের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে, রাষ্ট্রকাঠামো সংশোধনের মধ্যদিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক সংবিধান পেতে চাই; যে সংবিধানের ভিত্তিতে আমাদের দেশ একটি ভারসাম্যমূলক রাষ্ট্রব্যবস্থা পাবে এবং আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে দেশের মানুষের জন্য।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার রাশেদ প্রধান প্রমুখ।

ভাসানী অনুসারী পরিষদের ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫’ এর মাধ্যমে দলের নাম পরিবর্তন করে ‘ভাসানী জনশক্তি পার্টি’ করা হয়। সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা সর্বসম্মতভাবে এই ঘোষণা অনুমোদন দেন। প্রতিনিধি সম্মেলনে নতুন দলটির গঠনতন্ত্র এবং শেখ রফিকুল ইসলাম বাবলুকে চেয়ারম্যান ও আবু ইউসুফ সেলিমকে মহাসচিব করে ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস 

মেলায় ঘুরতে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

চট্টগ্রামের সিআরবির বস্তিতে ভয়াবহ আগুন

‘আত্মসমর্পণ নয়, যুদ্ধবিরতি চাই’—ফিলিস্তিনি যোদ্ধাদের জবাব

বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু

গাজায় নিহত আরও ৩৯

দুপুরে মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৫ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, এসিল্যান্ড বললেন কিছু হবে না!

১০

১৫ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১১

পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছে মানুষ

১২

অনর্গল ইংরেজিতে কথা বলে সাড়া ফেলেছেন ট্রাক্টরচালক হৃদয়

১৩

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কারাগারে যুবক

১৪

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের চাঁদাবাজি থামাতে মানববন্ধন

১৫

আনন্দ শোভাযাত্রায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

১৬

বৈশাখের প্রথম দিনেই শুরু বোরো ধান কর্তন উৎসব

১৭

কালবেলার খবরে সাহায্য মিললেও চিকিৎসা শুরুর আগেই মৃত্যু সাহাদুলের

১৮

ঢাকায় দুর্বৃত্তদের হাতে যুবক খুন

১৯

কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে

২০
X