গণতন্ত্র মঞ্চভুক্ত ভাসানী অনুসারী পরিষদের জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে।
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তাফা জামাল হায়দার জাতীয় পতাকা ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু দলীয় পতাকা উত্তোলন করে এ সম্মেলনের উদ্বোধন করেন।
শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং ভাসানী অনুসারী পরিষদের হারুন অর রশিদের সঞ্চালনায় এখন দলটির জেলা প্রতিনিধিরা বক্তব্য দিচ্ছেন।
মঞ্চে উপস্থিত রয়েছেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, রফিকুল ইসলাম খান রনো, পারভীন নাসের খান ভাসানী, বাবুল বিশ্বাস প্রমুখ নেতারা।
প্রতিনিধি সম্মেলনে বিকেলে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
জানা গেছে, ভাসানী অনুসারী পরিষদ এই জাতীয় প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে ‘ভাসানী জনশক্তি পার্টিতে’ রূপান্তরিত হবে।
মন্তব্য করুন