কখন গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশের গণতন্ত্রমনা মানুষ সেদিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুইবারের সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
পারভেজ মল্লিক বলেন, গত বছরের ৫ আগস্ট ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, বাংলাদেশ ও সারা বিশ্বে যারা স্বাধীনতাকামী মানুষ আছে, তাদের কাছে নতুন একটি উদ্দীপনা তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় এ দেশের গণতন্ত্রমনা মানুষ তাকিয়ে আছে কখন একটি সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশে সেটি প্রতিফলিত হবে।
তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তখন থেকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ড. ইউনূসের সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারই ধারাবাহিকতায় বিএনপিসহ স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী সব শক্তি এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে।
নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মল্লিক বলেন, আমরা বিএনপি, আমাদের সিনিয়র নেতারা এবং নীতিনির্ধারণী যে ফোরাম আছে, সবাই মিলে আমরা বিশ্বাস করি যে ড. ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
তিনি বলেন, আপনারা জানেন, বিএনপি সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির যেই নেতাকর্মী সারা দেশে সাংগঠনিক ও সুদক্ষভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিসহ সবাই মিলে আগামী নির্বাচনে কারা কোন আসনে নির্বাচন করছেন, কারা কোন আসনে কাজ করছেন, সব খোঁজখবর নেওয়া হচ্ছে। আমাদের যারা নির্বাচন করতে চান তারা সক্রিয়ভাবে কাজ করছেন।
যোগ্য নেতা নির্বাচনের বিষয়ে পারভেজ মল্লিক বলেন, সরকার যখন নির্বাচনের ঘোষণা দেবে, তখন দল স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যারা কাজ করছেন, তাদের মধ্যে যোগ্যদের সিলেক্ট করবে এবং তারাই নির্বাচন করবেন বলে আমরা আশা রাখছি। একই আসনে আমাদের যোগ্য অনেক প্রার্থী আছে।
মন্তব্য করুন