গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক হয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
বুধবার (০৯ এপ্রিল) দুপুরে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের বিদায়ী সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি সভায় শেখ রফিকুল ইসলাম বাবলুকে আনুষ্ঠানিকভাবে মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্ব হস্তান্তর করেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে পরবর্তী তিন মাসের জন্য গণতন্ত্র মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন তিনি।
মন্তব্য করুন