ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশে সব মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলের সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে এ তথ্য জানিয়েছে।
যোগাযোগ করা হলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু কালবেলাকে বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন স্থানে নিরীহ মানুষের ওপর জঘন্য আক্রমণ ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর প্রতিবাদে বৈশ্বিক সংহতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সারাদেশে মহানগরে বিক্ষোভ-সমাবেশ পালনের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী বৃহস্পতিবার সারাদেশে মহানগরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
মন্তব্য করুন