অনলাইন প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘দায়িত্ব পেলে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করা হবে’

অটোরিকশা উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানা। ছবি : কালবেলা
অটোরিকশা উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানা। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করে তোলা হবে উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দারিদ্র্যতা ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করতে হবে। যেটি অতিতের কোনো সরকার করেনি, করতে পারেনি। আগামীতে জামায়াতে ইসলামীকে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে উন্নয়নশীল বাংলাদেশকে উন্নত বাংলাদেশে রূপ দেওয়া হবে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে মাতুয়াইল তামীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে দারিদ্র্যতা বিমোচনে বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানার উদ্যোগে অটোরিকশা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্রীয় জুলুম-নিযার্তনের সময়ও জামায়াতে ইসলামী সমাজ সেবা বন্ধ রাখেনি। অতিতের চেয়ে দশগুণ গতিতে বর্তমান অনূকূল পরিবেশে জামায়াতে ইসলামী সমাজ সেবা কার্যক্রম পরিচালনার উদ্যগ নিয়েছে।

সুখী-সমৃদ্ধ বাসযোগ্য বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী নানামুখী সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করছে। জামায়াতে ইসলামী সমাজ সংস্কারের কর্মসূচি বাস্তবায়নে ১৯৪১ সাল থেকে আন্দোলন করে আসছে। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পরও জামায়াতে ইসলামী সমাজে বৈষম্য দূর করে সমাজ সংস্কারের আন্দোলন চালিয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরও সমাজের বৈষম্য দূর না হওয়ায় ২০২৪ সালে স্বাধীনতার ৫৪ বছর পর জাতি আবারো বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের দাবিতে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। আবারো যদি কোন দল, কোনো পরিবার কিংবা কোনো ব্যক্তি জাতির প্রত্যাশা পূরণে বাধা হয়ে দাঁড়ায় তবে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী তাদের প্রতিহত করবে।

সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব ছেড়ে তিনি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া গেছে সেই ভাবেই সুখী-সমৃদ্ধ বাসযোগ্য বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।

যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য সৈয়দ সিরাজুল হক, যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খান, কদমতলী উত্তর থানা আমির আবদুর রহমান জীবন সহ ঢাকা-৫ সংসদীয় এলাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড দায়িত্বশীল নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যুবলীগের সহ-সভাপতি

‘নির্বাচনের রোড ম্যাপ না দিলে রাস্তায় নামতে বাধ্য হবো’

সিরাজদিখানে বিএনপি নেতা আব্দুল্লাহ'র ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন

মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ২

‘বিশ্বদরবারে বাংলাদেশের ক্রিকেটের মজবুত অবস্থান তৈরি করেছিলেন আরাফাত রহমান'

সাভারে চলন্ত বাসে আগুন

আ.লীগ নেতাদের হামলায় যুবদল নেতা মিরান নিহত

বর্তমান সংবিধান ও রাজনৈতিক বন্দোবস্ত অকার্যকর : এনসিপি নেতা শিশির

বিএনপির সঙ্গে দ্রুত নির্বাচন চায় হেফাজতও

১০

শাহবাগের আগুন নিয়ন্ত্রণে

১১

নরেন্দ্র মোদি কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন?

১২

পেসারদের নেতৃত্বের বাধা দেখেন না সুজন

১৩

ট্রেন পরিষ্কার করতে বছরে খরচ দেড় কোটি টাকা

১৪

সেই ইয়াসিনের পরিবারকে ঘর দেবেন তারেক রহমান

১৫

ভিনিসিয়ুসের পেনাল্টি মিসে বার্নাব্যুতে রিয়ালের বিপর্যয়

১৬

ইরানে হামলায় পিছু হটে আলোচনার প্রস্তাব ট্রাম্পের

১৭

মৃত মুরগি নিয়ে থানায় বৃদ্ধা, বিচারের আশ্বাস ওসির

১৮

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

১৯

বাকৃবির গবেষণায় টমেটোর নতুন জাত উদ্ভাবন

২০
X