সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা জাতির সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
আমিনুল হক বলেন, তারা তো সুবিধাবাদী। তারা রেডিমেড অবৈধ সংসদের সদস্য হয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে। আমি ২০১৪ সালের ৫ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে যোগদান করেছি। সেসময় থেকে আজ পর্যন্ত দলের প্রত্যেকটি কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের দাবি এ দেশে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য রাজপথ থেকে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমি বারবার জেল খেটেছি। শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমার পরিবারের ওপর নির্যাতন করেছে। সারা বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন হয়েছে। কিন্তু আপনারা যে দুজন ক্রিকেটারের কথা বললেন তারা তো সুবিধাবাদী।
আমিনুল হক বলেন, তারা রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসেনি। তারা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠেনি। তারা জেল খাটেনি। তাদের সঙ্গে আমাকে মেলালে ঠিক হবে না।
মন্তব্য করুন