নড়াইলের কালিয়ার খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠ এর দুইদিনব্যাপী ৫০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় সাংবাদিকদের ড. ফরহাদ বলেন, বিগত ১৬ বছর দেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনে দিশেহারা হয়ে পড়েছিল। ৫ আগস্ট ছাত্রজনতা অভ্যুত্থান তারই বহিঃপ্রকাশ। দেশের মানুষ এখন নিজেদের মত প্রকাশ করতে পারছেন। বিগত ১৬ বছর দেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। দেশের জনগণ একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহবান জানান।
কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোল্যা, মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এইচ. এম বাহাউদ্দিন, সমাজসেবক আসাদুর রহমান মিঠু, খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি. এম বরকতউল্লাহ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস।
মন্তব্য করুন