গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, আমি যখন কারাগারে ছিলাম আপনারা এলাকাবাসী আমার মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়েছিলেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।
রোববার (৩০ মার্চ) বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আয়োজনে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় শাকিল বলেন, আজ পবিত্র মাহে রমজানের শেষ রোজা। গণঅধিকার পরিষদের আয়োজনে আমরা আজ এলাকায় ইফতার বিতরণ করছি। অতীতে এলাকায় ইফতার বিতরণ কার্যক্রমে আমাদের ওপর হামলা করা হয়েছে। একটা কথা আছে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আল্লাহ অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই। ছাত্র, শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ এদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের অধিকার নিয়ে কাজ করে। রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদ আজ জণগণের ভালোবাসার সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ অতীতে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করতো সেসব কাজ যদি এখন আবার কেউ করতে চায় তাদের বিরুদ্ধেও গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। ড. ইউনূস স্যারের জন্য বিশ্ব দরবারে আজ বাংলাদেশ প্রশংসিত হচ্ছে।
তিনি বলেন, আগামীকাল ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা সবাই এবার ফ্যাসিবাদ ও স্বৈরাচারমুক্ত ঈদ উদযাপন করব।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ গোপালপুর উপজেলার সভাপতি মো. নসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, ছাত্র অধিকার পরিষদ টাংগাইল জেলার সহসভাপতি মো. রেজাউল হান্নান, ছাত্র অধিকার পরিষদ গোপালপুর উপজেলার সভাপতি মো. নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সিয়াম, টাংগাইল জেলার যুব অধিকার পরিষদের ক্রিড়া সম্পাদক মো. হেলাল মাহমুদ প্রমুখ।
মন্তব্য করুন