সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার প্রস্তাবনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতামত জমা

 ঐকমত্য কমিশনে মতামত জমা। ছবি : কালবেলা
 ঐকমত্য কমিশনে মতামত জমা। ছবি : কালবেলা

সংস্কার প্রস্তাবনার উপর মতামত জমা দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার ( ২৭ মার্চ) ঐকমত্য কমিশনের কাছে দলের পক্ষ থেকে মতামত জমা দেওয়া হয়।

জানা গেছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১৬৬ প্রস্তাবের মধ্যে ১২২ টিতে একমত, ২১ টিতে আংশিক একমত, আর ২৩ টি প্রস্তাবে একমত নয় বলে জানিয়েছে। প্রয়োজনে পার্টির পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত মতামত জানানোর কথা বলা হয়েছে।

দলটির পক্ষ থেকে রাষ্ট্রের নাম ও সংবিধানের মূল নীতিমালা অক্ষুণ্ণ রাখার পক্ষে মত দিয়েছে। এছাড়া মতাদর্শিক, রাজনৈতিক, ধর্মীয়, লিঙ্গীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের কারণে নাগরিকদের মধ্যে কোন বৈষম্য না রাখার পক্ষে এবং কোন যুক্তিতে নাগরিকদের স্বীকৃত গণতান্ত্রিক ও মানবিক অধিকার খর্ব, সংকুচিত বা স্থগিত রাখার বিপক্ষে মত দিয়েছে দলটি।

জাতীয় সংসদ ভবনে কমিশন সচিবালয়ে কমিশনের পক্ষ থেকে জনাব বদিউল আলম মজুমদার এসব মতামত গ্রহন করেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক মতামত জমা দেন।

কমিশনে প্রদত্ত চিঠিতে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উল্লেখ করেন, স্প্রেডশিটে যেভাবে উত্তর চাওয়া হয়েছে তা যথেষ্ট বিভ্রান্তি তৈরি করেছে। গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্পর্কে যেভাবে মতামত দিতে বলা হয়েছে তাতে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোর প্রকৃত অবস্থান ব্যক্ত করা দুরুহ।

তিনি বলেন, সংস্কারের মধ্য দিয়ে এটা নিশ্চিত করা প্রয়োজন যে, রাষ্ট্র কোন নাগরিকের মতাদর্শিক, রাজনৈতিক, ধর্মীয়, লিঙ্গীয় পরিচয় ও সাংস্কৃতিক বিশ্বাসের জন্য তার নাগরিকদের মধ্যে কোন বৈষম্য করবে না। একইসাথে এই সংবিধান নাগরিকদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক গণতান্ত্রিক ও মানবিক অধিকারের এমন সুরক্ষা নিশ্চিত করবে যা সাংবিধানিক বা প্রশাসনিক কোন আইন,বিধি বা অধ্যাদেশ দিয়ে বাতিল, সংকুচিত বা স্থগিত রাখতে পারবে না।

সাইফুল হক বলেন, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনে ভোটের অধিকার নিশ্চিত করাসহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নেই। অনেক দিন ধরেই গোটা নির্বাচনী ব্যবস্থা টাকার খেলায় পর্যবসিত হয়েছে। ফলশ্রুতিতে জাতীয় সংসদও অনেকটা বিত্তবানদের ক্লাবে পরিণত হয়েছে। অথচ নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রস্তাবে টাকার খেলা বন্ধে নির্দিষ্ট কোন প্রস্তাব নেই।

তিনি বলেন, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের ক্ষমতা ও এক্তিয়ার কমানোর পক্ষে নই। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন যাতে কার্যকরি ভূমিকা পালন করতে পারে তা নিশ্চিত করা দরকার।

তিনি আরও বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাষ্ট্রের নাম ও সংবিধানের মূল নীতিমালা অক্ষুণ্ণ রাখার পক্ষেই মতামত দিয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি স্বাধীনতার ঘোষণায় উল্লেখিত- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারকেও যুক্ত করার প্রস্তাব রেখেছে। তিনি জানান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাগরিকদের মৌলিক অধিকার সসম্প্রসারণের পক্ষে মতামত দিয়েছে।

সাইফুল হক বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সংসদ সদস্য হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার বয়স ২৫ বছর রাখার পক্ষেই মত দিয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সংসদের উচ্চতর কক্ষে ১৫০ আসন নির্ধারণ করে দলসমূহের সারাদেশে প্রাপ্ত মোট ভোটের সংখ্যানুপাতিক হারে আসন নির্ধারণের পক্ষে মত দিয়েছে।

তিনি বলেন, এতগুলো কমিশন গঠিত হলেও সমাজে নির্মম বৈষম্য বিলোপে কেন কোন কমিশন গঠিত হয়নি তা বোধগম্য নয়। তিনি বলেন, দূর্বৃত্ত রাজনীতির সাথে দূর্বৃত্ত অর্থনীতির যে অশুভ মেলবন্ধন তা অব্যাহত থাকলে প্রকট বৈষম্য দূর হবে না এবং সেক্ষেত্রে রাজনৈতিক সংস্কারও আখেরে টেকসই হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা

শিশু আছিয়ার পরিবারকে অর্থসহায়তা দিলেন তারেক রহমান

টাঙ্গাইলে ঈদের দিন ঈদগাহে ১৪৪ ধারা জারি

ঈদুল ফিতরের দিন শহীদ জিয়ার মাজার জিয়ারত করবে বিএনপি

সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাঝে ঈদ উপহার বিতরণ

অবশেষে মুক্তিযুদ্ধের সেই ম্যুরাল ভেঙে ফেলল জেলা প্রশাসন

বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, ইমাম থাকবেন যারা

মেয়ে-নাতিনিদের নিয়ে ঈদ করা হলো না কুলছুমার

কুমিল্লায় চাঁদরাতে ঈদ র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা 

১০

ইরানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

১১

দুই সহস্রাধিক পরিবারকে ‘ঈদ উপহার’ তারেক রহমানের

১২

নির্বাচনের রোডম্যাপ না দেওয়া রাজনৈতিক অনভিজ্ঞতা : মির্জা ফখরুল

১৩

যেসব উপদেষ্টাকে সরিয়ে দিতে পরামর্শ দিলেন মির্জা ফখরুল

১৪

পাটুখালী পায়রা যুব সংঘের ঈদ সামগ্রী বিতরণ

১৫

চব্বিশের শহীদ ও আহত পরিবারকে ঈদ উপহার দিলেন আমিনুল

১৬

দেশে ফিরলেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

১৭

হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলে কত টাকা পেলেন?

১৮

আমার মুক্তির জন্য আপনারাই রাজপথে দাঁড়িয়েছিলেন : শাকিল

১৯

বিভাগীয় শহরগুলোতে ঈদ জামাত কখন

২০
X