বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬ মার্চ) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ববর্তী এক সমাবেশে অ্যালায়েন্স’র বক্তারা ডেমক্র্যাটদের কঠোর সমালোচনা করেন। বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স।
সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশি আমেরিকান হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের মানসম্মান বিদেশে সমুন্নত রাখতে। কিন্তু দুঃখের বিষয় হলো- ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার- মিথ্যা তথ্য দিয়ে আমাদের মানসম্মান নষ্ট করছে। আজ স্বয়ং ভারতের বিরুদ্ধেই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠছে।
তারা অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট বাইডেনের আমলে সিটিজেনদের প্রয়োজনকে গৌণ করে দেখা হয়েছে। অপরদিকে দক্ষিণের সীমান্ত খুলে দেওয়া হয়েছিল বেআইনীভাবে বিদেশীদের ঢুকাতে। স্মরণকালে এমন নাজুক অবস্থা কখনোই ঘটেনি।
নাসির খান পলের সভাপতিত্বে অতিথি বক্তা হিসেবে নিউইয়র্ক স্টেট সিনেটে প্রতিদ্বন্দ্বিতাকারি এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, আমাদের ট্যাক্সের টাকা ডেমোক্রেটিক পার্টির নেতারা অনৈতিকভাবে ব্যবহার করে ফায়দা লুটছে। তরুণ প্রজন্মের অনেক আমেরিকান তা পছন্দ করেন না। তাছাড়া বর্ডার খুলে দেওয়াতে লক্ষ লক্ষ মানুষ অবাধে আমেরিকাতে ঢুকে পড়েছে। তাদের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। ন্যাটো, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে-যা অনেক ক্ষেত্রেই বুমেরাং হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তা বন্ধ করতে চাইছেন।
গিয়াস আহমেদ বলেন, ভারতের ‘র’-এর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ধর্মীয় সংস্থা অভিযোগ উত্থাপন করেছে যে, ‘র’-কে যেন ব্যান করা হয়।
তিনি আরও অভিযোগ করে বলেন, এই নিউজ কি ভারতীয় আমেরিকানদের জন্য সুখকর? অবশ্যই না। অথচ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। কর্মস্থলে ও অফিস আদালতে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের এহেন অপপ্রচারে ক্ষতি হচ্ছে। এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এই অনুষ্ঠানে ডেমোক্রেটিক দলের অন্যতম নেতা মোরশেদ আলম ডেমোক্রেটিক দলের সমালোচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহিদুল হক সাঈদ, আহসান হাবিব, সুব্রত তালুকদার, জসীমউদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন