আমরা ঠিক না হলে রাষ্ট্র কখনো ঠিক হবে না, রাষ্ট্র আপনা আপনি পরিবর্তন হয় না। রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করার পূর্বে নিজেকে পরিবর্তন করতে হবে। গত ৫৩ বছর ধরে আমরা শুধু ঠকেই যাচ্ছি বলে মন্তব্য করেন ভয়েস ফর রিফর্মের উদ্যোক্তা ও সংগঠক ফাহিম মাসরুর।
বৃহস্পতিবার (২৭ মার্চ) আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে চলমান ইফতারের ২৬তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণইফতার কার্যক্রমে আরও বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভয়েস ফর রিফর্মের সংগঠক সাইয়্যেদ কবির ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা লাবিব মহান্নাত।
এবি পার্টির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্বাস ইসলাম খান নোমান, সহসাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারি, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, ছাত্রপক্ষ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রাফি ফাত্তাহ, ডা. মাহমুদুল বারী রাকিব।
ফাহিম মাসরুর বলেন, জুলাই বিপ্লব আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আর আমাদের হাতছাড়া করা উচিত হবে না। আগামী নির্বাচনে সঠিক জায়গায় ভোট দিয়ে সুযোগের সঠিক ব্যবহার করতে হবে। সবাই মিলে আমরা জুলাই গণঅভ্যুত্থানে রাস্তায় ছিলাম, এখানে ছাত্র, রাজনৈতিক কর্মী, দিনমজুর ও রিকশাওয়ালা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে আমরা একটি সফল বিপ্লব পেয়েছি।
প্রধান অতিথি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছোট ছোট বাচ্চারা এবং এই দিনমজুর ভাইয়েরা না থাকলে এই গণঅভ্যুত্থান সফল হতো না। যে সকল প্রতিনিধি আমাদের সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসতে পারবে তাদেরই আপনারা ভোট দিবেন। এবার দায়িত্বটা জনগণের। আপনারা যদি মন থেকে চান তাহলে চাঁদাবাজির রাজনীতি আর থাকবে না বলে মত দেন তিনি।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাষ্ট্র আপনাদের নাগরিক অধিকার দিচ্ছে না। আপনাদের সব অধিকার বুঝিয়ে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র তার ওয়াদা রাখছে না। তিনি বলেন, সামনে নির্বাচনে নেতারা যখন ভোট চাইতে আসবে তখন প্রশ্ন করবেন, আমি যখন রাস্তায় ঘুমিয়েছি তখন আপনি কোথায় ছিলেন, শীতে কম্বল পাইনি তখন আপনি কোথায় ছিলেন, আমার বাচ্চাকে স্কুলে পাঠাতে পারি নাই তখন আপনি কোথায় ছিলেন? কালোটাকার কাছে আপনাদের বিবেক কে বিক্রি করা যাবে না। বাংলাদেশ ২ বিনির্মাণের কাজ শুরু হয়ে গেছে, এই নতুন বাংলাদেশে আপনাদের সকলকে অংশগ্রহণ করতে হবে।
গণইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির নেতা সেলিম খান, আব্দুল হালিম খোকন, আনোয়ার ফারুক, বারকাজ নাসির আহমদ, তোফাজ্জল হোসাইন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, শাহিনুর আক্তার শিলা ও আমেনা বেগম, আব্দুল হালিম নান্নু, আবু বকর সিদ্দিক, আজাদুল ইসলাম আজাদ, আবদুল কাদের মুন্সীসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।
মন্তব্য করুন