গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেছেন, যে সংস্কারে আওয়ামী লীগ নিষিদ্ধ নেই, সেই সংস্কার আমরা চাই না। তিনি বলেন, সরকার সংস্কারের কথা বারবার বলছে অথচ আওয়ামী লীগ নিষিদ্ধের কথা একবারও বলছে না।
বুধবার (২৬ মার্চ) ঠাকুরগাঁও-২ নির্বচানী এলাকার ১নং ধর্মগড় ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান এসব কথা বলেন। ফারুক হাসান তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-২ এর বিভিন্ন প্রান্তে গণসংযোগ করছেন।
এ সময় গণঅধিকার পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখার সিনিয়র সহসভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সোবহানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন