রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের ঘোষণাতেই জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল : নীরব

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

জনগণ জিয়াউর রহমানের ঘোষণায় উদ্ধুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে চেয়েছিল। এমনকি বাচ্চাদের পাঠ্যবই থেকেও মুছে ফেলেছিল। জিয়া বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে বিরাজ করছে। তাকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।

বুধবার (২৬ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকেই বলেন, ৭ মার্চ শেখ মুজিবুর রহমান যুদ্ধের ঘোষণা দিয়েছেন। যদি তা-ই হয়, তাহলে তো তখন থেকেই যুদ্ধ শুরু হওয়ার কথা, কিন্তু তা হয়নি। বরং ৭ মার্চের পর শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির আলোচনা করছিলেন।

তিনি আরও বলেন, ২৫ মার্চ যখন পাকিস্তানি বাহিনী বাঙালির ওপরে ঝাঁপিয়ে পড়ল, তখনো ৫ আগস্টের মতো আওয়ামী লীগ পালিয়েছিল। তখন বাঙালি যা পেরেছে, তাই নিয়ে প্রতিহত করার চেষ্টা করছে। তখন একটা কথা ভেসে এল, ‘আমি মেজর জিয়া, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম।’ তখন মানুষ বুঝল আমরা একা না, বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমাদের সঙ্গে আছে। সে সময় জিয়াউর রহমান ক্যাম্পে বসে যুদ্ধের পরিকল্পনাও করতেন, যুদ্ধেও যেতেন। তখন থেকেই জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের আস্থার নাম হয়ে ওঠে।

নীরব বলেন, জিয়া পরিবারই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি বলেন, দেশ যতবার সংকটে পড়েছে, তখনই জিয়া পরিবার দেশের নেতৃত্ব দিয়েছে। ১৯৭৫ সালে সিভিল ও মিলিটারি উভয় সেক্টরে দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল, তখনো ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে শহীদ জিয়া দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার তিনবারের শাসনামলে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ এবং আপসহীন।

বিএনপির এই নেতা জানান, ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৬ বছর এই জাতির ওপর নির্যাতন চালিয়েছে। তারা হত্যা করেছে, গুম-খুন করেছে ক্ষমতায় টিকে থাকতে। জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থান থেকে মুক্তি পেয়েছি। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কারগুলো করে অতি দ্রুত নির্বাচন দেবে।

একাত্তরে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পর এখন অনেকেই দ্বিতীয় স্বাধীনতার কথা বলে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে অরাজকতা করছে। এতে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। যা কোনো দেশপ্রেমিক মানুষের কাম্য হতে পারে না।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মহা-সংস্কারক, তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরে দিয়েছিলেন, গার্মেন্টস শিল্প গড়ে তুলেছিলেন, মিশ্র অর্থনীতি, শিক্ষা, টেলিভিশনে নতুনকুড়ি অনুষ্ঠানসহ সব ক্ষেত্রেই যুগোপযোগী সংস্কার করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। সেই আলোকেই আগামী দিনে সব সংস্কার করা হবে।

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না জানিয়ে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে; নির্বাচিত সংসদ ও সরকারের কথা বলছে।

এ সময় তিনি বিএনপি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪ নম্বর ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে চাঁদাবাজ, লুটেরাদের স্থান নেই : ওবায়দুল ইসলাম

আশ্রয়ণ প্রকল্পের ঘরে তালা, অনেকেই থাকেন বিদেশে

কুড়িগ্রামের ৩টি গ্রামে আগামীকাল ঈদ

আগামীকাল ভোলায় ঈদ উদযাপন করবে ৬ হাজার পরিবার

শরীয়তপুরের ৩০ গ্রামের মানুষ ঈদ পালন করবে রোববার

চিকিৎসা সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে সশস্ত্র বাহিনী

৬৬৫ জন আলেমকে তারেক রহমানের ঈদের শুভেচ্ছা

সব প্রস্তুতি সম্পন্ন, চাঁদপুরের অর্ধশত গ্রামে আগামীকাল ঈদ

চট্টগ্রামের শতাধিক গ্রামে আগামীকাল ঈদ

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিএনপি নেতার ঈদ উপহার

১০

ফরিদপুরের ১৩টি গ্রামে ঈদুল ফিতর আগামীকাল

১১

‘ধর্ষণচেষ্টায়’ বেয়াইয়ের চোখ তুলে নিলেন বেয়াইন

১২

ফেলোশিপ পাওয়ার প্রতিক্রিয়ায় যা বললেন রেজোয়ান

১৩

বন্ধুর ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট, অতঃপর...

১৪

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

১৫

‘কিছু রাজনৈতিক দল আমাদের কেবল জনগণ বানিয়ে রাখতে চায়’

১৬

ভাসমান স্কুলের উদ্ভাবক রেজোয়ান পেলেন ‘ইয়েল বিশ্ব ফেলো’

১৭

এক টাকার বাজারে ঈদসামগ্রী পেল ২৫০ পরিবার

১৮

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ল যশোর

১৯

জুলাই গণআন্দোলনকারীদের মাঝে ঈদ উপহার দিলেন এমএ কাইয়ুম

২০
X