দেশের নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়গুলোর পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভকারীদের দাবি, কমিটিতে ত্যাগী ও যোগ্য কর্মীদের মূল্যায়ন করা হয়নি। ছাত্রলীগ, বিবাহিত, অছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলে সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুর কুশপুত্তলিকা দাহ করেন পদবঞ্চিতরা।
এ সময় উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সৌরভ শেখ, সাবেক যুগ্ম সম্পাদক নাসিব রহমান, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ছাত্রনেতা মো. মাশরুর মেরাজ ভূঞা, নাহিদ হাসান, আবরার আবির, রাকুবুল আলম শুভ, আমেরিকান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুল হাসান প্রান্ত, ছিবগাতুল্লাহ রিদুওয়ান, হাসনাত শাহরিয়ার, শাহেদ ভূঞা, মেহেদী হাসান ইয়াসিন, হিমেল কবির, মোহাম্মদ তুহিন, তামজিদ চৌধুরি, ইউনোভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আশরাফুল আলম তাশদীদ, গ্রিন বিশ্ববিদ্যালয় ছাত্রদলনেতা রাজিব মন্ডল প্রমুখ।
মন্তব্য করুন