ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, ষড়যন্ত্র করে তাদের আবার বিতর্কিত করার প্রচেষ্টা শুরু হয়েছে। সেনাবাহিনী দেশের ১৮ কোটি মানুষের সম্পদ, তাদের বিতর্কিত করবেন না।
সোমবার (২৪ মার্চ) বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদল আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নীরব বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম- এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা শেখ হাসিনাসহ তার দোসরদের আইনের আওতায় আনবেন। তাদের বিদেশ থেকে ফিরিয়ে এনে গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে সাজা দেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা সেদিকে জোর না দিয়ে তাদের গদি কীভাবে আঁকড়ে ধরা যায়, সে চেষ্টায় ব্যস্ত।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা।
বিএনপির এই নেতা বলেন, আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি জুলাই-আগস্ট বিপ্লবসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত সব হত্যা-নির্যাতনের বিচার অবশ্যই করবে।
নেতাকর্মীদের সতর্ক করে সাইফুল আলম নীরব বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করবে, তাদের বিএনপি আশ্রয়-প্রশ্রয় দেয়নি, দিচ্ছেও না এবং ভবিষ্যতেও দেবে না। তাদের অবস্থান বিএনপিতে হবে না, যারা অপকর্ম করছে। তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থাই নয়, আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সে যত ত্যাগী নেতাই হোক না কেন, অপকর্ম করলে তার ছাড় নেই।
এ সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দীন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সাবেক সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনিরসহ তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন