বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা জোর করে, রায় দিয়ে, রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। ছাত্ররা প্রকৃত ইতিহাস জেনে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল। দেশে স্বৈরাচার আসলে দীর্ঘদিন টিকে থাকতে পারে না।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূরে থেকে নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছেন।
সোমবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পদ মনে করত। স্বাধীনতার পর থেকে এরা শুরু করে লুটপাট, অপকর্ম। এতে দুর্বিষহ হয়ে উঠেছিল মানুষের জীবন। স্বাধীন বাংলাদেশকে অপশাসনের কবজায় নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তবে জিয়াউর রহমানের সময় মানুষ ঘরের দরজা খুলে ঘুমাত।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, কিছু জিনিসের দাম কমলেও নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল ও মুরগির দাম হু হু করে বাড়ছে। এ বিষয়ে লাগাম টেনে ধরা দরকার।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, যুগের পর যুগ ধরে ছিনতাইকারীরা রাজত্ব করে যাবে কেন? তাহলে পুলিশ প্রশাসন আছে কেন? সঠিক সময়ে সঠিক কাজ না করতে পারলে জনগণ তো মুখ ফিরিয়ে নেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। প্রধান উপদেষ্টা চীনে যাবেন, এটা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে গুজবের মাধ্যমে।
সংবাদ সম্মেলনে বিএনপির আবুল খায়ের ভুঁইয়া, আব্দুস সালাম আজাদ, বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহেদুল কবির জাহিদ, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন