জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। সোমবার (২৪ মার্চ) বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (প্রচার) আনোয়ার সাদাত টুটুলের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, গতকাল (২৩ মার্চ) রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের গ্রেপ্তারের খবর নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।
এ বিষয়ে জরুরি ভিত্তিতে পর্যালোচনা তুলে ধরার জন্য সোমবার দুপুর ২ টায় বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে (লেভেল ৪, সায়হাম স্কাইভিউ টাওয়ার, ৪৫ বিজয় নগর) জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এর আগে রোববার (২৩ মার্চ) মধ্যরাত থেকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন— এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারে খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মন্তব্য করুন