জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ২ ঘণ্টা ধরে অনুষ্ঠিত যৌথ সংলাপে খেলাফত মজলিসের ৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
প্রতিনিধি দলের অন্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ কাসেমী, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।
সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বৈঠকে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনার মধ্যে খেলাফত মজলিস ১৪০টি বিষয়ে একমত, ১০টি বিষয়ে দ্বিমত এবং ১৫টি বিষয়ে আংশিক একমত পোষণ করে।
মন্তব্য করুন