ফিলিস্তিনের গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ১২ দলীয় জোট শরিক লেবার পার্টি বাংলাদেশ।
শুক্রবার (২১ মার্চ) এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান ও মহাসচিব মো. আমিনুল ইসলাম এই নিন্দা জানান।
বিবৃতিতে লেবার পার্টির শীর্ষ নেতৃদ্বয় বলেন, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজার বাসিন্দারা যখন গভীর ঘুমে, যখন কেউ কেউ পবিত্র রমজানের প্রস্তুতি গ্রহণ করছে, ঠিক সেই সময় যুদ্ধবিরতি ভেঙে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় অন্তত ৯৮০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত ও অসংখ্য আহত হয়েছেন। এই ভয়াবহ গণহত্যা ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাই।
তারা বলেন, গাজায় ইসরায়েলের এই হামলাগুলো বিশ্বে অস্থিতিশীলতা বয়ে আনতে পারে। নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এ হামলা প্রমাণ করে, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল আবারও গাজার নিরপরাধ মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ শুরু করেছে। যারা আগে থেকেই সহায়-সম্বল ও স্বজন হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন, আবারও বোমাবর্ষণ করে ইসরায়েল তাদের দুঃখ-দুর্দশাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে।
মন্তব্য করুন