বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে সিটি করপোরেশনে ওয়ার্ড প্রশাসক নিয়োগ হবে। জাতীয় নির্বাচন পেছানোর নানান চক্রান্ত চলছে। এগুলো তারই অংশ। এর সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। কেউ এসব ফাঁদে পড়বেন না। কেউ ভুলে বা না জেনে এই প্রক্রিয়ায় যুক্ত হবেন না।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, বাংলাদেশে যে রক্তাক্ত গণঅভ্যুত্থান হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার নিশ্চিত করা। পাশাপাশি জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। আমরা মনে করি ওয়ার্ড প্রশাসক নিয়োগের চক্রান্ত দেশের গণতন্ত্র এবং ভোটাধিকারকে আবারও পদদলিত করা। এই চক্রান্ত রোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আমরা এই অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই সহযোগিতা করে আসছি। ৫ আগস্টের পর হাসিনা পালিয়ে যাওয়ার পর ১৪ দিন পর দেশে কোনো পুলিশ ছিল না। আমরা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরাই রাত জেগে পালাক্রমে জনগণের নিরাপত্তা দিয়েছি। জানমালের নিরাপত্তার দিয়েছি। পরবর্তীতে আতঙ্কগ্রস্ত পুলিশকে থানায় বসিয়ে দিয়েছি। আমরা জনগণের পক্ষে ছিলাম, অধিকার রক্ষায় কাজ করেছি, নগরবাসীর পাশে থেকেছি। এটি আমাদের নতুন করে প্রমাণ করার দরকার নেই। আবার যদি জনগণের অধিকারের জন্য রাজপথে নামতে হয়, ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে হয় প্রয়োজনে তাই করব।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আরিফ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। বক্তব্য দেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, শ্রমিক দলের ঢাকা মহানগর আহ্বায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ।
মন্তব্য করুন