কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

গাজায় গণহত্যা বন্ধে বিশ্বসংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

গাজায় গণহত্যা বন্ধে বিশ্বসংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বানে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : কালবেলা
গাজায় গণহত্যা বন্ধে বিশ্বসংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বানে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : কালবেলা

ফিলিস্তিনের গাজাসহ অন্যান্য জায়গায় অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ্বসংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) জোহর নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে ‘গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও গণহত্যা এবং ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে’ সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তারা এই আহ্বান জানান।

দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান এই হামলায় ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গত দুদিনে এক হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। তাই এই হত্যাকাণ্ড বন্ধ করতেই হবে। সেজন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুততার সাথে জরুরি ব্যবস্থা নিতে হবে। আয়োজিত বিক্ষোভ উত্তর সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুম, আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম, মাছউদুর রহমান, মাওলানা মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, নাজমুল হাসান প্রমুখ।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ইউরোপে, আমেরিকায় ও ইসরায়েলে কি কোনো বিবেকবান মানুষ নাই? মুসলিম রাষ্ট্র প্রধানগণ কি সব অন্ধ ও বধির? নিষ্পাপ শিশুদের এমন নির্মম মৃত্যু ও গণহত্যার পরেও কি ইসরায়েলকে থামানোর মতো কেউ নাই বিশ্বে? তাহলে এই সভ্যতা, এতো এতো সংস্থার কি দরকার? যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইসরায়েল একতরফা মুসলমানের রক্তের নেশায় মেতে উঠেছে। ইসরায়েলের এই বর্বরতা সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

সভাপতির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন, ইসরায়েলি বর্বরতা বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। জাতিসংঘসহ বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সংস্থার সদস্য, সবগুলোতে এই গণহত্যা বন্ধে জরুরি মিটিং আহ্বান করে প্রস্তাব পেশ করতে হবে। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটা নিয়েই জরুরি পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

নেতৃবৃন্দ আরও বলেন, ভারতে উগ্রবাদী কসাই মোদির নির্দেশে হোলি উৎসবের নামে নির্বিচারে মুসলমানদের ওপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। মুসলমানদের বাড়ি-ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে চরম মানবাধিকার লঙ্ঘন করছে। প্রতিবাদ করায় অনেক মুসলমানকে পিটিয়ে হত্যা করে মোদি সরকার মুসলমানদের রক্তের নেশায় মেতে উঠে। ভারত সরকার যদি মুসলমানদের ওপর জুলুম নির্যাতন বন্ধ না করে তাহলে বিশ্বব্যাপী ভারতের পণ্য বর্জন এবং প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলা হবে। ভারত তাদের বক্তব্যে প্রমাণ করেছে তারা অসভ্য ও বর্বর জাতি।

রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে ইসরায়েলি ও ভারতীয় পতাকা এবং নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাল লুটের ঘটনায় বিএনপির ৪ নেতার বিরুদ্ধে মামলা

দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম 

গোল মিসের মহড়ায় ২২ বছরের অপেক্ষা ঘুচলো না

সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন চায় গণসংহতি আন্দোলন

দ্রুত রোডম্যাপ ঘোষণা করে জনগণকে নির্বাচনমুখী করতে হবে : টুকু

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো তামিমকে

কর্মচারীদের ঈদ উপহার দিবে জবি শিবির

শেখ হাসিনা এখনো প্রতিহিংসা-প্রতিশোধে ভুগছেন : রিজভী

বিশ্লেষণ / চীনা সহযোগিতায় সামরিক শক্তি অর্জনের দুয়ার খুলছে বাংলাদেশের সামনে

শৃঙ্খলা ভঙ্গ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি 

১০

বিপ্লব পরবর্তী বাংলাদেশে মামলাবাজি বরদাস্ত করা হবে না : গণঅধিকার পরিষদ

১১

সব সংকট থেকে দেশকে উদ্ধার করেছে বিএনপি : মির্জা ফখরুল

১২

জবি কেন্দ্রীয় মসজিদে দুই শিবির নেতার ইতিকাফ  

১৩

তাসনিম জারার চিঠির জবাব দিলেন সারজিস

১৪

মিডিয়া সেলের সদস্যদের নিয়ে এবি পার্টির ইফতার 

১৫

দুলাভাইকে কুপিয়ে হত্যার ৩ দিন পর শ্যালক গ্রেপ্তার

১৬

পল্লবীতে আবাসিক ভবনের আগুনে বৃদ্ধার মৃত্যু

১৭

১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা : শ্রম উপদেষ্টা

১৮

দুই ফ্রিল্যান্সারকে অপহরণ, ডিবি পুলিশসহ গ্রেপ্তার ৭

১৯

কাল গেলেন শতাধিক গাড়ি নিয়ে, আজ ভ্যানে

২০
X