বরগুনায় সম্প্রতি এক কিশোরীকে ধর্ষণ এবং ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাবাকে হত্যার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। একইসঙ্গে উভয় ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
রোববার (১৬ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান মনি।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ভিকটিমের পরিবারকে বিনা খরচে আইনি সহায়তার জন্য যা যা করা দরকার, দলের পক্ষ থেকে তা করা হবে। একইসঙ্গে প্রশাসনকে বলতে চাই, তারা যেন এই ব্যাপারে সিরিয়াস হয়। দ্রুত বিচার আদালতে এই ঘটনার বিচার দাবি করেন নুরুল ইসলাম মনি।
মন্তব্য করুন