কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আ.লীগ : প্রিন্স

বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স। ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ।

তিনি বৃহম্পতিবার (১৩ মার্চ) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের করোনা বাজারে ৯ নং ওয়ার্ডের ঝাউগড়া করোনা বাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।

ইফতার পূর্ব আলোচনায় তিনি বলেন, গণ অভূত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা বিদেশি গণমাধ্যমে বিভ্রান্তিকর, অসত্য এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করতে অপচেষ্টা করছে।

তিনি বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের চ্যাপ্টার বাংলাদেশে ইতিমধ্যেই ক্লোজড চ্যাপ্টার। ছাত্র গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পলাতক ও ক্ষমতাচ্যূত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা রাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছেন ।

তিনি বলেন, পালাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। তবে প্রধানমন্ত্রী হিসেবে নয়, গণহত্যা, ক্ষমতা জবর দখল ও দুর্নীতি, লুটপাটের বিচার করার জন্য তার বিচার করা হবে ।

ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, অহেতুক নির্বাচন প্রলম্বিত হওয়ার সুযোগে দেশে-বিদেশে পতিত ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পরিকল্পিতভাবে দেশের আইন-শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। গণহত্যা ,লুটপাট, দুর্নীতি ,দমন -নিপীড়ন, গণতন্ত্র হরণ সহ ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের কাছে ক্ষমা না চেয়ে তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগ গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তি, তারা গণশত্রুতে পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোনো সুযোগ নেই।

তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ জনসাধারণের প্রতি চলমান পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের ফসল বিনষ্ট করার যে কোন প্রচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে।

তিনি সকলের প্রতি আইন শৃঙ্খলা অবনতি যাতে না ঘটে, সেজন্য ও গ্রামে গ্রামে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। তিনি বলেন, দলের নেতাকর্মীদের প্রতি বিএনপির নাম ব্যবহার করে কেউ যাতে দলের অনৈতিক কাজ করে দলের ভাবমূর্তি বিনষ্ট না করতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রিন্স বলেন, ফ্যাসিবাদের অবাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন রাজনীতি ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, দলের সকল পর্যায়ে নেতাকর্মী, সমর্থক শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়ন করতে হবে। গুটিকয়েক বিপথগামী লোকের দায়ভার বিএনপি কখনো গ্রহণ করবে না। যারা বিপথগামী হচ্ছেন বা হবেন, তাদের জন্য সাংগঠনিক এবং আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের জন্য দলের দরোজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে ।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ শক্তিকে দুর্বল ও বিনষ্ট করার প্রচেষ্টা চলছে। বুঝে না বুঝে কেউ কেউ এই ফাঁদে পা দিচ্ছে। তারা অহেতুক নন ইসুকে ইস্যু বানিয়ে জনসম্পৃক্তহীন অবাস্তব বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে এসে জাতীয় রাজনীতিতে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টি করে নির্বাচনকে প্রলম্বিত করতে চায়।

বিএনপির এ নেতা বলেন, বিএনপি অবশ্যই ফ্যাসিবাদের হোতা এবং দোসরদের বিচার ও যৌক্তিক সংস্কার চায়, কিন্তু সব সংস্কার ও বিচার এক দিনেই করা সম্ভব নয়। এটি একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না। জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকলে দেশে স্থিতিশীলতা ও শান্তি আসবে না। সুযোগ সন্ধানী মহল সুযোগ বুঝে স্বার্থ হাসিলের জন্য ষড়যন্ত্র করবে।

তিনি বলেন, অহেতুক অনেক সময় নষ্ট হয়েছে। এখন আর সময় আর নষ্ট না করে অতি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে যেতে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ও জনও কল্যাণে কর্মসূচি উল্লেখ করে বলেন, জনগণের সমস্যা নিরসণ করে শক্তিশালী রাষ্ট্র গঠন তারেক রহমানের উদ্দেশ্য ।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে পূর্ব আলোচনা উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহবায়ক আলী আশরাফ, আবদুল হাই, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফুল ইসলাম, প্রভাষক মাসুম বিল্লাহ, সারোয়ার জাহান, এমদাদ হোসেন, মোস্তফা কামাল, মঞ্জুরুল হক, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি প্র্রমুখ বক্তব্য রাখেন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আছিয়ার মৃত্যু সারা দেশের মানুষকে লজ্জিত করেছে : তারেক রহমান

ফ্যাসিবাদের দোসরদের থেকে গণমাধ্যম ‘স্বাধীন’ হয়নি : শিশির

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত

স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন সুজন

বিএনপি নেতার ভয়ে ঘরছাড়া কৃষক পরিবার

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : মুরাদ

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০২৫ / এশিয়ান চ্যাম্পিয়ন বাংলাদেশি মুরাদ

কবি নজরুল কলেজে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণের ইফতার মাহফিল

ওএমএস পণ্য জালিয়াতিতে এক ডিলারকে ১ মাসের কারাদণ্ড

সিগারেট করকাঠামোয় সংস্কারে রাজস্ব বাড়বে

১০

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে অগ্নিকাণ্ড

১১

বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আ.লীগ : প্রিন্স

১২

শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

১৩

চট্টগ্রামে পিডিবি কার্যালয়ে দুদকের অভিযান

১৪

সিলেটে হঠাৎ শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৫

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক আর নেই

১৬

৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও

১৭

দুই মাসে সংখ্যালঘু হামলার ঘটনা ৯২টি : ঐক্য পরিষদ

১৮

১৩ মার্চ ‘আছিয়া দিবস’ পালনের প্রস্তাব জামায়াত আমিরের

১৯

আছিয়া হত্যার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ

২০
X